Friday, February 22, 2019

অভীককুমার দে

বুকের জমি

জীবন, বাঁচতে বাঁচাতেই কখনও ফেঁসে যায়,
মরণের কাছে।

মরণ, সেও দূরের কেউ নয়,
খুব কাছ থেকে দেখেছি, জানি,
বেশ জানা আছে, 
তবে কখনও ভালোবাসিনি ওকে।
মরণও জানে--
এমন ফাঁসে অভীকের মৃত্যু নেই,
বরং বলা যেতে পারে--
দূরের কোনও শকুন
মাঝেমাঝে এই আকাশ ছোঁয়
নিয়ে যেতে চায় নরকের দিকে, তখন
এক টুকরো ছায়া
নেমে আসে
জড়িয়ে থাকে বুক, যদিও
ভেদ করতে পারে না ছাদ;
কেননা--
এ বুক কংক্রিটের নয়।
দিনের রৌদ্রতাপ খানিক কমে এলে
খারাপ সময়
সামান্য শরীর, খারাপ,
এতে মরণ আসে না।

এ জীবন জানে--
মাটি, জীবনের মাটি
এই বুক ফসলের মাঠ
চেতনার নদী বড় হয়
পথ চেনে জল,
নদীসুখ
বাউলের গান
মেঘের ঘুড়ি
বৃষ্টি সুর
আলোর দৃষ্টি
বাতাসের চলাচল।
মাটির ঘর
মাটির খাবার
ভালো ঘুমে মাটির বিছানা।
এই ফসলের জমি উর্বর সমভূমি,
জেগে থাকে ধ্যান,
স্থির লক্ষ্য- বিন্দু।

পরিচিতিঃ-
-------------------
তরুণ কবি অভীক কুমার দে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিবাজার মহকুমায় জন্ম। কবি শিক্ষা বিজ্ঞানে স্নাতক। পেশাগত দিক দিয়ে স্থায়ী বেসরকারি সংস্থায় কর্মরত। তাছাড়া লেখালেখির পাশাপাশি কয়েকটি সেবামূলক সংস্থার সাথে কবি স্বেচ্ছাসেবক হিসেবে কর্মরত। সাহিত্য জীবনে তিনি 'সমভূমি' নামক লিটল ম্যাগাজিনটি সম্পাদনা করেন।

কবির প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থের নাম - 'আমি হবো নতুন পৃথিবী।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...