Wednesday, February 20, 2019

রতন চক্রবর্তী

চোখের সীমানায় জীবন                                                       

চোখের দৃষ্টি যতদূর যায়
ততটুকু আকাশ হলেই আমার যথেষ্ট,
নেই প্রয়োজন বিরাট বিশ্বভূবন।
এখনো এখানেই তো অনেক গাছগাছালি,
লতা-গুল্ম -ঘাস হয়নি চেনা,
নদী-ছড়া -ডোবার আনন্দ অবগাহন।
নক্ষত্র নৈঃশব্দে  জোনাকী বাহার,
চম্পক জোছনায় নিঃসঙ্গ ভ্রমণ
এখনো হয় নি  সারা।
এখনো অনেক শিশির সকাল
ঝিঁঝিঁ ডাকা অলস দুপুর হয়নি দেখা।
এখনো অনেক মুখের সাথে হয়নি পরিচয়,
কথা দিয়ে কথা হয়নি রাখা।
অদৃশ্য লক্ষণরেখায় গণ্ডিবন্ধ জীবন ,
স্বর্ণমৃগ বিলাসে বিভ্রান্ত সুখ চাই না  আমার।
মৃত্যুর নিশানা ধরে এগোয় জীবন,
এখানেই কাটিয়ে দেবো বাকিটা সময়।
চোখের সীমানায় স্বর্গ আমার
চোখের সীমানায় জীবন ।

পরিচিতিঃ-
-------------------
কবি রতন চক্রবর্তীর জন্ম দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার মনুবাজার এলাকায়। তিনি ছোটগল্প, একাঙ্ক নাটক, কবিতা রচনা ও অভিনয়ের সাথে যুক্ত। শিল্পজীবনে তিনি অনেক পুরস্কার পেয়েছেন। পেশায় প্রধান শিক্ষক। বর্তমানে তিনি সাব্রুম মহকুমার জলেফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। কর্মজীবনেও তিনি অনেক সুনাম এবং পুরস্কার অর্জন করেছেন।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...