Tuesday, February 19, 2019

উৎপল দেবনাথ

রাত খোঁজার ফাঁক


আলতো পায়ে ঝুমুর নাচে 

ভোরের পাখি নতুন ডাকে

শিশির ভরা কোয়াশায় ঢাকে।

তোমার আলতো পায়ের ছাপায়

বুকটা আমার রঙিন সুরে ডাকে।

দিনের শেষে রাত জাগে 

তোমায় ছুঁয়ে মনটা ভরে।

রাত্রি জাগি গল্প করি

গল্পের মাঝে তোমার হাতটা ধরি।

হাত ছুটতে না চায়

চায় আরও কিছুক্ষণ 

গল্প আমার শরীর আর বিচক্ষণ।

জলন্ত লাল শিখার চোখ 

শান্ত নীড়ে গিয়ে বসে

তোমার শরীর আর চুল এলোমেলো পথে গিয়ে বসে।

তুমি শান্ত আমি ক্লান্ত

তারই মাঝে আছে আরও অচেতন গল্প।

ভোরের পর ভোর আসে

পাখির ডাকে কান শ্বাসে।

অতৃপ্ত রইল মন

পর দিন রাত খোঁজার ফাঁকে।



পরিচিতিঃ-

-------------------

উৎপল দেবনাথের জন্ম ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার মেলাঘরে। বতর্মানে এম.বি.বি কলেজের শেষ বর্ষের ছাত্র। মনন স্রোতেই তার লেখা প্রকাশিত হয়।


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...