Friday, February 22, 2019

আম্রপালী দে

নেলপালিশের খোসা

১.
গাছেদের শহরে এখন মানুষ কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে যায় ।
অসুস্থ রাত আর অবাস্তব তারাদের ভেতর ভাত রাঁধে পরিবারের মা...

২.
সস্তায় কেনা টেলিস্কোপের আয়নায় জীবনযুদ্ধ পরাজিত হতে হতে একদিন মৃত্যুকে আবিষ্কার করে ফ্যালে ।
এখানে মৃত্যু মানেই পাহাড় , নদী আর কড়িকাঠ । মাকড়সার মতো ঝুলতে ঝুলতে একদিন যা " গন্তব্য " , তা জীবন হতে বাধ্য ।

৩.
হাঁড়িতে ফুটতে থাকে এদিকে একটার পর একটা ভবিষ্যৎ ।
মা বছরের পর বছর চেয়ে দেখে দেখে বোবা হয়ে গেছে...সিঁথিতে রক্ত মেখে জীবন ছিঁড়ে কিছু মোলায়েম স্মৃতি ভরাট করে একদিন উঠে দাঁড়ায়।

৪.
কাঠবেড়ালির গল্প শুনে কেমন মায়া জন্মে গেছে।
সদ্য আঁকা নেলপালিশের মতো লেপ্টে যেতে যেতে সময় কখন কাঠবেড়ালির পেটের ভেতর ঢুকে " মা-মা " বলে চেঁচাতে শুরু করে , বোধ করি এ কথা আজ আমার জানার কথা নয়...

৫.
এই তো পায়ের কাছে পড়ে আছে বেশ কটা আলু ,
আমি খোসা ছাড়াতে শিখিনি!

পরিচিতিঃ-
-----------------
আম্রপালী দে আগরতলা নিবাসী। বর্তমানে কলকাতায় মেডিক্যালের ছাত্রী। কবিতা লেখা শুরু হয়েছে গত দু-বছর ধরে । তবে লেখালেখি শুরু স্কুলে পড়াকালীন । বেশ কিছু পুরস্কার পেয়েছে । তবে উল্লেখযোগ্য , All Tripura Essay Competition for all age groups '2015 এর প্রথম স্থানাধিকারিনী , প্রবন্ধের বিষয় ছিল " সাম্প্রদায়িকতা বিরোধী রবীন্দ্রনাথ "

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...