Friday, February 22, 2019

অমিত রুদ্র পাল

সন্ধান

একটি শ্বাস রয়ে গেলো ঋণী!
মেঘের চাদরে ঢাকা চন্দ্রের  গলানো অষ্টপ্রহরে,
কিংবা,সমুদ্রের বুকে শৈবালের
প্রাণ সবুজ পাথরে,
নয়তো বা, নিকোটিনের ধোঁয়া কুণ্ডলীর  দমচাপা নিঃশ্বাসে,
কোথাও হয়তো!
একটি শ্বাস রয়ে গেলো ঋণী!
সত্যি না হলেও -গল্পে ভেজানো মায়ায়
তরঙ্গে সাঁতরে আসা  অঙ্গবিহীন দেহের ছায়ায় ।
রহস্যময় পুঁথিশালার জীর্ণ প্রকোষ্ঠের ,
ডায়েরির নিবন্ধিত ধাবিত কালিতে ।
প্রিয়ার মরুভূমি ঠোঁটে আঁকা
লিপস্টিকের নিষিক্ত চুম্বনে ।

কোথাও যেন!
একটি শ্বাস রয়ে গেলো ঋণী!

পরিচিতঃ-
---------------
মনন স্রোতকে প্রকাশ করতে যে ক'জন মানুষ দিনরাত শ্রম দান করেন, তার মধ্যে তরুণ কবি অমিত রুদ্র পালের নাম অন্যতম। এমবিবি কলেজ থেকে বিএ পাশ করে এখন এমএ কোর্সে পাঠরত। মনন স্রোতেই তার লেখা প্রকাশিত হয়।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...