Wednesday, February 27, 2019

সম্পাদকীয়

লেখালেখির জীবনটা আসলে বাস্তব জীবনের মতো। যতটুকু উপলব্দী হয় ততটুকুই প্রকাশিত হয়। সেই অর্থে খুব ভালো লেখা যে আমরা প্রকাশ করছিনা, কিংবা করতে পারছিনা ব্যাপারটা এমন নয়। ত্রিপুরার মতো সাহিত্য সচেতন রাজ্যে প্রতিমাসে ই-ম্যাগাজিন প্রকাশ করা বাস্তবে কঠিন। সেই কঠিন কাজটাই করে যাচ্ছে মনন স্রোত পরিবার। সেই কাজ করার অনুপ্রেরণা মাসের পর মাস ধরে বাড়িয়ে যাচ্ছেন মননস্রোতের পাঠক পাঠিকারা। এই মুহুর্তে আমরা সব রকমের সহযোগিতার মধ্যেই এগিয়ে যাচ্ছি। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই মাসে খুব কম সময়ে অনেক লেখকের লেখা প্রকাশ করা সম্ভব হয়নি। আগামীতে এই বিষয়ে লেখকরা সহযোগিতা করবেন আশা রাখছি। আমরা চেষ্টা করছি আগামী মাসে ত্রিপুরা রাজ্যের কবি,লেখক এবং লোকসাহিত্য গবেষকদের সাক্ষাৎকার প্রকাশ করবো, সেই বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবো। এই সংখ্যা প্রকাশে যারা সহযোগিতা করেছেন সকলকে মননস্রোতের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকবেন।

                           জয় হিন্দ

                                      শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
                                            জয় দেবনাথ
                                               সম্পাদক
                                         মনন স্রোত, ত্রিপুরা

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...