পূর্ণতা
পূর্ণতা তুমি;
আমার গতিময় জীবন স্বপ্ন রোদ্দুরে খোলার মতো।
পূর্ণতা তুমি;
আমার পরিব্যাপ্ত ধূসর মেরুতে একফোঁটা জলকণা।
পূর্ণতা তুমি;
আমার অসার দেহে খাদ্যের অ-প্রাপ্তিতে।
পূর্ণতা তুমি;
ব্যালকনিতে আমার ঠায় দাড়িয়ে দেখা অমাবস্যার চন্দ্রকিরণ।
পূর্ণতা তুমি;
অদৃশ্যতার পানে আমার সন্তর্পণে তাকানোতে।
পূর্ণতা তুমি;
আমার হৃদয়ঙ্গম প্রীতিময় সম্পর্কের পতনে।
পূর্ণতা তুমি;
অহর্নিশ ব্যর্থ সন্তরণ আমার জীবন সমুদ্র পাড়িতে।
পূর্ণতা তুমি;
আমার সব আশার কুঁড়িতে পাপড়ি না মেলার মতো।
পূর্ণতা তুমি;
আমার বিষাদগ্রস্ত জীবনের অবিশ্রান্ত অন্তর্দাহে।
পূর্ণতা তুমি;
আমার সব হাসিতে মিথ্যে খুশির ছাপে।
পূর্ণতার আস্বাদ কভু পাওয়া হয়নি আমার;
অপূর্ণতায় আজ আমার পূর্ণতার আহ্লাদ ।
পরিচিতিঃ-
------------------
মোঃ রুবেলের জন্ম পুরাতন আগরতলায়। বর্তমানে শিক্ষক প্রশিক্ষণ কোর্সে পাঠরত। তার লেখা মনন স্রোতে নিয়মিতভাবে প্রকাশিত হয়।
No comments:
Post a Comment