খাহামলাই ক্লাব
পথে যেতে যেতে পথে যেতে যেতে বিকেলের রোদ এসে
মুখে লাগে শীত বিকেলে সোনালী আভা।
ঠিক সানাইয়া রিয়াং পাড়ায় খাড়াই ভেঙে ভেঙে
রিয়াং বালিকার টিলাকুচযুগল নেচে নেচে
প্রতিফলন হয় বিকেলের রোদ যেন।
প্রপোজ দিবসে খুমতিয়া রিয়াং গোলাপ তুলে দেবে
বসন্ত মাড়িয়ে মড়মড় পাতা ডিঙিয়ে
সেই মেয়েটি খাহামলাই ক্লাবেই চলে এলো।
রোদ যায় যায় দিন অবসানের গোধূলী অন্ধকারে
লাজুক খুমতিয়া প্রথম ফুল দিলো
প্রথম পুরুষের নিকট।পুরুষ
চোখের আলোয় সে দৃশ্য গাইরিং সৌন্দর্য।
খাহামলাই ক্লাবের ছেলেরা সরস্বতী পুজোর আয়োজনে ব্যস্ত।
খুমতিয়া গান ধরে ভালোবাসি ভালোবাসি...
দশ্য ছুটছে তো ছুটছে অনেক গতি, আজ আটই ফেব্রুয়ারি।
আজ প্রপোজ ডে।খুমতিয়া পুরুষের হাতে তুলে দিলো প্রথম খুমপুই ফুল।
পরিচিতিঃ-
------------------
কবি ও কথাকার গোবিন্দ ধর। স্রোত সাহিত্য পত্রিকার সম্পাদক।জন্ম ১৯৭১ সালের তিরিশ জুলাই।ইতিমধ্যে তিরিশটির অধিক গ্রন্থ প্রকাশিত।ত্রিপুরার নয়ের দশকের কবিদের মধ্যে উল্লেখকৃত তিনি।লিটল ম্যাগাজন আন্দোলনের একজন সৈনিক।সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডে তিনি ত্রিপুরায় একজন আলোকিত।তিনি লোকসংস্কৃতি বিষয়ক গবেষকও।
No comments:
Post a Comment