Friday, February 22, 2019

বিজন বোস

ভালোবাসি

ভালবাসি মাকে মাতৃভাষাকে
আব্দুল বরকত সালামকে ,
যাদের রক্তে রাঙ্গা হয়েছিল ঢাকার রাজপথ
লক্ষ কোটি বাঙালির প্রাণে এসেছিল নতুন স্পন্দন
শিহরিত সারা বিশ্ব--
স্বীকৃত বাংলা ভাষা মাতৃভাষা রূপে
গর্বিত বাঙ্গালী উদ্ধত শির ।

ভালবাসি মাকে মাতৃভূমিকে
বিদেশি হায়েনার বিরুদ্ধে
দুর্বার গণআন্দোলনে
চমকিত  সারা বিশ্ব
চরম উপনিবেশিকতা
গণরোষের দুর্বার ঘৃণায়
জলে পুড়ে খাক্ হয়ে যায় ,
এল স্বাধীনতা
নন্দিত বন্দিত গর্বিত স্বাধীন দেশ।

ভালবাসি মাকে জাতীয় পতাকাকে
যাকে ঊর্ধ্বে তুলে ধরে
প্রেরণা পেয়েছিল অগণিত বিপ্লবী শহীদানের
লক্ষ কোটি সন্তানের হৃদয়ে
জাগরিত জাতীয়তাবোধ,
স্তিমিত প্রতিহত
সাম্রাজ্যবাদীর বিষাক্ত নিঃশ্বাস
উড্ডীন উদ্দাম সুসজ্জিত শহীদ মিনার ।

ভালবাসি মাকে মাতৃভাষা দিবসকে
সারা বিশ্বের কোটি কোটি মানুষের
নিজের ভাষায় কথা বলার অধিকার ,
মাতৃভাষা মাতৃদুগ্ধ--
নিজেকে চেনার জানার অনুধাবন করার
সত্তা ঐতিহ্য কৃষ্টি চেতনায় শান্
ইউনেস্কোর নিরানব্বইয়ের ঘোষণায় সম্মান।

ভালবাসি মাকে একুশে ফেব্রুয়ারিকে
প্রেরণা উদ্দীপনার মাস
সারা বিশ্ব ভাবুক জানুক
কণ্ঠে কণ্ঠে বেজে উঠুক
ভাটিয়ালি জারি সারি--
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি ?"

পরিচিতিঃ-
-----------------
বিজন বোসের জন্ম দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম হরিণার চালিতাছড়ি গ্রামে। দীর্ঘদিন সাহিত্য চর্চা এবং সমাজসেবা মূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ। কবির লেখা রাজ্যের বিভিন্ন ম্যাগাজিনে প্রকাশিত হয় মূল্যত তিনি মনন স্রোতের একজন নিয়মিত লেখক।

প্রকাশিত কাব্যগ্রন্থ -

1.প্রতিবাদী তীর (স্রোত প্রকাশনা)

বর্তমানে তিনি 'মনু থেকে ফেনী' নামে একটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করছেন।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...