রণজিৎ রায়
সম্মান, সংবর্ধনা কিংবা প্রমোশন
নৈপুণ্যের মান্যতা প্রদান,
দুর্গন্ধের ভাইরাস সংবর্ধনায় গোঙালে
উদ্দেশ্যের নগ্নতা আত্মপ্রকাশ
দক্ষতার হৃদয়ে দাউ দাউ দাবানল
ভাণ্ডারির মুখে নির্লজ্জের হাসি ।
আজকাল সম্মাননার পতাকা উড়লেই
বাতাসে দুর্গন্ধ কিলবিল করে
শ্রদ্ধায় মাথা নত না হয়ে
চায়ের কাপে সুনামি আছড়ে পড়ে,
শ্রাদ্ধের আগুনে অভিশাপের পতপত ধ্বনি
বিবর্ণ প্রজাপতির আগুনে আত্মহুতি
গরিমায় কলঙ্কের পোড়া পোড়া সৌন্দর্য!
নৈপুণ্যের গলিপথে উচুশিরে হা হতাশ
রাজপথে সম্মাননা মুখ লুকোয়
ভাণ্ডারির চোখেমুখে শঠতার হাসি।
পরিচিতিঃ-
-----------------
কবি রণজিৎ রায়ের জন্ম ত্রিপুরা রাজ্যের উদয়পুরে। ১৯৭১ সাল থেকেই লেখালেখি শুরু। কর্মজীবনে শিক্ষকতা, রেঞ্চ অফিসার এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের অফিসার পদে সুনামের সাথে কর্ম সম্পন্ন করেছেন। লেখালেখিতে অনেক সম্মান এবং পুরস্কার পেয়েছেন।
কবির প্রকাশিত গ্রন্থ:-
১. জাতক
২. শূণ্য বৃক্ষ
৩. নিসঙ্গ জানলায় একা
No comments:
Post a Comment