Tuesday, February 19, 2019

প্রীতম শীল

ইচ্ছে ছিল
            

ইচ্ছে ছিল সেদিন তোকে নিয়ে 
যাব পরীর দেশে। 
পিঠে পাখা বেঁধে পাড়ি দেব 
নীল আকাশে। 
সেদিন আমার ইচ্ছে হল 
সাদা রঙের পোশাক টা নিয়ে। 
সারা গায়ে জড়িয়ে পরীর বেশে 
আকাশ টা পাড়ি দিয়ে 
পৌঁছে যাব স্বপ্ন পরীর দেশে, 
তোকে ভালোবেসে। 
সেদিন ইচ্ছেটা আমার 
গুমড়ে কেঁদেছিল 
দাঁতে দাঁত চেপে। 
বুঝতে পারিনি আমি সেদিন 
চার আঙুল এর কপাল টা মেপে। 

পরিচিতিঃ-
-----------------
প্রীতম শীলের জন্ম সোনামুড়া মহকুমার কাঁঠালিয়াতে। বিএ স্নাতক। পেশায় প্রাইভেট টিউটর।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...