Tuesday, February 19, 2019

প্রীতম শীল

ইচ্ছে ছিল
            

ইচ্ছে ছিল সেদিন তোকে নিয়ে 
যাব পরীর দেশে। 
পিঠে পাখা বেঁধে পাড়ি দেব 
নীল আকাশে। 
সেদিন আমার ইচ্ছে হল 
সাদা রঙের পোশাক টা নিয়ে। 
সারা গায়ে জড়িয়ে পরীর বেশে 
আকাশ টা পাড়ি দিয়ে 
পৌঁছে যাব স্বপ্ন পরীর দেশে, 
তোকে ভালোবেসে। 
সেদিন ইচ্ছেটা আমার 
গুমড়ে কেঁদেছিল 
দাঁতে দাঁত চেপে। 
বুঝতে পারিনি আমি সেদিন 
চার আঙুল এর কপাল টা মেপে। 

পরিচিতিঃ-
-----------------
প্রীতম শীলের জন্ম সোনামুড়া মহকুমার কাঁঠালিয়াতে। বিএ স্নাতক। পেশায় প্রাইভেট টিউটর।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...