Wednesday, February 20, 2019

নবীনকিশোর রায়

মহুয়া মাতাল পাগলবন

কোটর ভরা মৌবৃক্ষ,
মহুয়া  মাতাল পাগলবন।
চাঁদের শরীর  বেয়ে---শুভ্র-বসন পরীরদল
বসন্ত-বিহারে নামে মহুয়াবাগে

বিগলিত মত্তরস ঝরে ভিজে মঞ্জরীত মহুয়া ফুল-কেশর।

একে একে খুলে রাখে  সকল পরিধান--
সমর্পণ করে ধনুক নিঃশর্ত তূণ !
বিঁধে যায় মৌ-হুল,
অবস-গ্রস্ত শরীরে--
পাগলবনে পথ হারায় মাতাল শিকারী

পরিচিতিঃ-
-------------------
কবি নবীনকিশোর রায়ের জন্ম সদরের উত্তরে অবস্থিত দুর্গাবাড়ি গ্রামে। বর্তমান পেশা প্রাইভেট টিউশন।

কবির প্রকাশিত কবিতা গ্রন্থ -
1) খণ্ডিত সাঁকো [2008]
(2)কাকবসত [2010]
(3) কবিতা নির্বাচিত [2016]
(4 )জেজেগে থাকে পাণ্ডুলিপি [2018]

সম্পাদনা করেন 'সময় সংকেত' নামক জনপ্রিয় লিটল ম্যাগাজিন।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...