Wednesday, February 20, 2019

নবীনকিশোর রায়

মহুয়া মাতাল পাগলবন

কোটর ভরা মৌবৃক্ষ,
মহুয়া  মাতাল পাগলবন।
চাঁদের শরীর  বেয়ে---শুভ্র-বসন পরীরদল
বসন্ত-বিহারে নামে মহুয়াবাগে

বিগলিত মত্তরস ঝরে ভিজে মঞ্জরীত মহুয়া ফুল-কেশর।

একে একে খুলে রাখে  সকল পরিধান--
সমর্পণ করে ধনুক নিঃশর্ত তূণ !
বিঁধে যায় মৌ-হুল,
অবস-গ্রস্ত শরীরে--
পাগলবনে পথ হারায় মাতাল শিকারী

পরিচিতিঃ-
-------------------
কবি নবীনকিশোর রায়ের জন্ম সদরের উত্তরে অবস্থিত দুর্গাবাড়ি গ্রামে। বর্তমান পেশা প্রাইভেট টিউশন।

কবির প্রকাশিত কবিতা গ্রন্থ -
1) খণ্ডিত সাঁকো [2008]
(2)কাকবসত [2010]
(3) কবিতা নির্বাচিত [2016]
(4 )জেজেগে থাকে পাণ্ডুলিপি [2018]

সম্পাদনা করেন 'সময় সংকেত' নামক জনপ্রিয় লিটল ম্যাগাজিন।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...