Tuesday, February 19, 2019

সুব্রত দেববর্মা

অভুক্ত_প্রেম 


       

যদি থাকতে চাও তবে মিশে যাও রন্ধ্রে,


শিরায় শিরায় লিখে দাও সহবাসের গন্ধে।


মহাজাগতিক অনুভুতির শেষ হউক খোঁজ,


ভালোবাসার পাত্র খানি ছুঁয়ে দাও রোজ।


অভুক্ত প্রেমে গা ধুয়ে হয়ে উঠো বিনোদিনী,


অন্তহীন ভালোবাসায় পূর্ণ হউক যামিনী।


শক্তি ও প্রকৃতি উষ্ণ অমৃতে উঠুক মেতে,


ত্রিভুবন আজ শর্বরীতে চেয়ে হাত পেতে।


ভেজা প্রেম গণ্ডূষ ভরে করিতে চাইযে পান,


সহস্র বছর তাকিয়ে বসে অপেক্ষায় লেলিহান।


হৃদপিণ্ড কাছে রেখে করো তার অবসান,


নইলে পাথর না গলিয়া হবে আরো ম্লান।

পরিচিতিঃ-
-----------------
সুব্রত দেববর্মার জন্ম পুরাতন আগরতলায়। ২০১৯ এর আগরতলা বইমেলায় প্রকাশিত কাব্যগ্রন্থ হলো -"নার্সিসাস থেকে নেমেসিস"

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...