Tuesday, February 19, 2019

মুকিম মাহমুদ মুকিত

প্রিয়তমা  বসন্ত

প্রিয়তমা বসন্ত, 


তুমিই তো সে, যার মাঝে


খুঁজে পেয়েছি জীবনের রং।


আমার বসন্ত,


তুমি এলেই মাতি


নবরূপে প্রতিবার।


রঙিলা বসন্ত,


তুমি এলে রুক্ষতা হয় ধ্বংস,


নবীন পত্রে সাজে গাছগাছালি,


ন্যাড়া শিমুল গাছে ফোটে লাল হাসি।


তোমার কোকিল কুজন,


মন্ত্রমোহিতের মতো ডাকে পিছু পিছু।


নবপত্রে সজ্জিত নবযৌবনা গাছে,


শুভ্রাংশু নূপুর ফুলে,


ধ্বনিত হয় নূপুরধ্বনি।


ওগো বসন্ত,


ভুলি নি তোমায়


দিয়েছিলে নূতনের হাতছানি, 


অভিলাষ গুলো করেছিলে সুপ্তোত্থিত।


হে বসন্ত!


শতকাল সকলের ভুবন 


রাঙিয়ো এভাবেই প্রতিবার,  প্রতিক্ষণ। 

পরিচিতিঃ-
------------------

মুকিম মাহমুদ মুকিতের জন্ম বাংলাদেশের রাজশাহীর বগুড়ায়। তিনি মূল্যত ওয়েব ম্যাগাজিনে লেখালেখি করেন। মননস্রোতে তার লেখা নিয়মিত প্রকাশিত হয়।



No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...