Wednesday, February 27, 2019

অনুপম দেব

একুশ তুমি 

একুশ তুমি বজ্র কঠিন
মুষ্টিবদ্ধ হাত
একুশ তুমি বাংলা মায়ের দামাল ছেলের
হাজার প্রতিবাদ।

একুশ তুমি আমার আশা,আমার ভাষা
একুশ তুমি প্রাণ
একুশ তুমি স্বাধীনতা
বর্নমালার গান।

একুশ তুমি উদার আকাশ
মুক্ত বাতায়ন
একুশ তুমি হারিয়ে যাওয়া
মোদের অমূল্য রতন।

একুশ তুমি শিমুল পলাশ
দোয়েল পাখির গানে
একুশ তুমি পুত্রহারা মায়ের মুখে
বেদনা অম্লানে।

একুশ তুমি রফিক সালাম
জব্বারদের কথা
তোমার মাঝে লুকিয়ে আছে
কত মায়ের ব্যথা।

পরিচিতিঃ-
-------------------
অনুপম দেবের জন্ম ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়ায়। মননস্রোতে মূল্যত এটাই তার প্রথম প্রকাশিত কবিতা। বর্তমানে পশ্চিমবঙ্গে গীতাঞ্জলি B.Ed কলেজে শিক্ষক প্রশিক্ষণ কোর্সে পাঠরত।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...