Friday, February 22, 2019

সম্রাট পাল

জোনাকিআলো

বহুবছর পর আবার জোনাকি তোমার সাথে দেখা। ঝিঁঝিঁ ডাকা নিঝুম বাঁশবন। অবশ কালো। তুমি একা। একরত্তি আলোর জন্যে যেন কত হাহাকার। যেন এটুকু আলোর খোঁজে কত পুরুষের দীর্ঘ বসন্ত কেটে গেছে। তোমার পিছু পিছু ছুটে যেতেই রূপোলী নদী। আগে থেকেই ভেবে রেখেছিলে বুঝি সাক্ষাত্‌ করাবে বলে। মায়ের আঁচলের মত পাতা আছে নদী। শান্ত। তুমিও বসে গেলে নদীর পাড়ে। রূপোর মত চকচকে বালিতে। আকাশের গায়ে মেদহীন চাঁদ। ছলনাময়ী। নদীর বুকে নিজের ছায়া দিয়ে ছবি এঁকে দেয়। নদী মায়ের মত বুকে টেনে ধরে। কাশফুলের লম্বা গাছগুলো নদীকে পাহাড়া দেয়। মেঘের অংশীদারের মত নদীর পাড়ে ফুটে উঠেছে এরা। নদীর দুঃখে অশ্রু ঝরায়। কুয়াশা এসে জড়ো হয় কাশফুলের নরম পাপড়িতে। লজ্জা পায় তোমার মতো। তুমি আমার পাশেই বসা। জ্যোৎস্না শুকোতে দেওয়া চাঁদ বোঝে না নদীরও তন্দ্রা লাগে। নদীরও অভিমান নেই। চলো   রাতভর নদীর কথাগুলো নীরবে আড়ি পেতে শুনে যাই তুমি আমি। যদি আবার দেখা হয় নাহয় পাহাড়ের কাছে যাবো।

পরিচিতঃ-
---------------
তরুণ কবি সম্রাট পালের জন্ম খোয়াইয়ের চেবরী গ্রামে। পঠন-পাঠন চেবরী সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবং পরবর্তীকালে টি.আই.টি তে। পছন্দের কাজ সাহিত্যে ডুবে থাকা।বর্তমানে রাজ্য সরকারের পূর্তদপ্তরে প্রকৌশলী পদে কর্মরত।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...