Wednesday, February 23, 2022

মৌসুমী গোয়ালা

সহজাত ভাষা

বাংলা আমার সহজাত ভাষা,
মায়ের বুলিতে শেখা।
অ-আ-ক-খ এর সহজ পাঠে,
পাঠশালায় পড়া লেখা।

বুৎপত্তি তার শতক আগে,
লিপিবদ্ধ আছে চর্যাপদে।
ইন্দো- ইয়োরোপীয় ভাষা বংশের,
প্রান্তিক ভাষা সভাষদে।

ভারতীয় সংবিধানের অষ্টম তপসিলে,
আঠারোটি ভাষার অন্যতম।
বিশ্ব জুড়ে খ্যাতির নিরিখে,
শ্রেষ্ঠ ভাষীর সর্বসম।

সাহিত্য জগত হয়েছে সমৃদ্ধ,
পদ্য-ছড়া, গল্প উপন্যাসে।
আত্ম মননে সহর্ষ, সন্তোষ্টি,
বাংলা ভাষাকে ভালোবেসে।
                  

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...