Wednesday, February 23, 2022

মৌসুমী গোয়ালা

সহজাত ভাষা

বাংলা আমার সহজাত ভাষা,
মায়ের বুলিতে শেখা।
অ-আ-ক-খ এর সহজ পাঠে,
পাঠশালায় পড়া লেখা।

বুৎপত্তি তার শতক আগে,
লিপিবদ্ধ আছে চর্যাপদে।
ইন্দো- ইয়োরোপীয় ভাষা বংশের,
প্রান্তিক ভাষা সভাষদে।

ভারতীয় সংবিধানের অষ্টম তপসিলে,
আঠারোটি ভাষার অন্যতম।
বিশ্ব জুড়ে খ্যাতির নিরিখে,
শ্রেষ্ঠ ভাষীর সর্বসম।

সাহিত্য জগত হয়েছে সমৃদ্ধ,
পদ্য-ছড়া, গল্প উপন্যাসে।
আত্ম মননে সহর্ষ, সন্তোষ্টি,
বাংলা ভাষাকে ভালোবেসে।
                  

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...