বাংলা আমার সহজাত ভাষা,
মায়ের বুলিতে শেখা।
অ-আ-ক-খ এর সহজ পাঠে,
পাঠশালায় পড়া লেখা।
বুৎপত্তি তার শতক আগে,
লিপিবদ্ধ আছে চর্যাপদে।
ইন্দো- ইয়োরোপীয় ভাষা বংশের,
প্রান্তিক ভাষা সভাষদে।
ভারতীয় সংবিধানের অষ্টম তপসিলে,
আঠারোটি ভাষার অন্যতম।
বিশ্ব জুড়ে খ্যাতির নিরিখে,
শ্রেষ্ঠ ভাষীর সর্বসম।
সাহিত্য জগত হয়েছে সমৃদ্ধ,
পদ্য-ছড়া, গল্প উপন্যাসে।
আত্ম মননে সহর্ষ, সন্তোষ্টি,
বাংলা ভাষাকে ভালোবেসে।
No comments:
Post a Comment