Wednesday, February 23, 2022

সহিদুল ইসলাম

মুক্তি চাই

ঘন পল্লবে আবৃত এক বৃক্ষ ছায়ায়, হল মোর আশ্রয়,
মৃদু কালো তার স্নিগ্ধ ছায়া, ছড়ানো বিশাল ক্ষেত্রময়।
শির তোলে, উপর তাকালে, পাতা আর পাতা আহাহা হা,
শাখাপ্রশাখা, যায় না দেখা, রোদ্র নামার ক্ষমতা কাহা?
হটাৎ হটাৎ কখনো কোনো ঝর তুফান ছাড়া,
ভেঙে পড়ে তার ডাল পালা মোর দেহের উপর খাঁড়া। 
পাতার ঝোপে যে জীর্ণ শাখা লুকানো কেইবা জানে?
আমি জানি শুধু আটকিয়ে তার শেকড়ের বন্ধনে।
কবে হতে দাঁতে কামড়িয়ে চলি শেকড় কাটার আশায়,
মুক্তি চাই  এই আশ্রয় হতে, আত্মাও আমার মুক্তি চায়।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...