Wednesday, February 23, 2022

অতনু রায় চৌধুরী

অভ্যাস

অভ্যাস বদলে যায়,
বদলে যায় নিত্যদিনের আসা যাওয়া।
অবাক চোখে তাকিয়ে থাকে কেউ
তবুও বদলে যাওয়ার কারন বুঝে না।
মিশে যায় সব স্রোতের সাথে,
এই শহরের বুকে একা একা হাঁটা।
সন্ধ্যা নামে নিয়ম করেই,
শুধু নিয়ম করে হয় না বাড়ি ফেরা।
হয় না পোশাকের পরিবর্তন,
ছেঁড়া শার্ট আর সেফটিপিনে জড়িয়ে থাকে জীবন।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...