Wednesday, February 23, 2022

দীপাঞ্জয় দেবরায়

যাচ্ছি কোথায়

আজ আমরা যাচ্ছি কোথায়, বিবেকের মাথা খেয়ে,
যতই খুঁজি সুখের স্বর্গ, বিপদই আসে ধেয়ে।
বিনোদন নামে বেলাল্লাপনা, ছেড়েছি নীতির হাল,
আঁধার পথে দিচ্ছি ঠেলে, অগ্রবতী কাল।
আধুনিকতার নামে করছি লালন, যত অপসংস্কৃতি,
মিথ্যে মায়ার মিথ্যে মোহে, পিষ্ট আদর্শ নীতি।
নেট নিষিদ্ধ ওয়েবসাইট গুলু বাড়ছে দিন দিন,
তার কুফল যুবক যুবতী চরম চরিত্রহীন।
ডিস কালচার উপহার দিচ্ছে অসভ্য এক জাতি,
পরক্রিয়ার মহামারী ধ্বংসের কাল রাতি।
এ অভিশাপ থেকে, পায়না রেহাই, সদ্য নব জাতক,
শত হত্যা-গুম-কলহের, পিতা-মাতাই ঘাতক।
এ ভাবে আর চলবে কত, কত দিন আর বাকি,
শুদ্ধ হওয়ার আগেই যদি, নিভে যায় এই আঁখি।।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...