Wednesday, February 23, 2022

উর্মি সাহা

আমার মাটি

আমার মাটির বর্ণে আছে বেদের সুর
আমার মাটিতে আছে কালামের নাম।
বিজ্ঞান যুগের বিষ্ণু ভক্তি
আমার দেশ ধর্মপ্রাণ।

আমার মাটির রূপে আছে সুভাষের ডাক
আমার মাটিতেই রবীন্দ্র জ্ঞান।
নদীর কোল শস্য শ্যামল 
আমার দেশ ঐক্যতান।

আমার মাটির গর্ভে আছে শহীদের দেহ
আমার মাটিতেই বাংলার গান।
স্বাধীনতার সুখে সুখ মিলিয়ে 
এই দেশের দশের আহ্বান।

আমার মাটির গন্ধে আছে রক্তের স্বাদ
আমার মাটিতেই ভাষার প্রাণ।
আমার দেশের অস্ত্র উল্লাসে
একুশে ফেব্রুয়ারী-র জয়গান।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...