Wednesday, February 23, 2022

পায়েল সাহা

মায়ের মহিমা

মা মানে প্রচুর ভালোবাসা।
মায়ের কাছেই অসংখ্য আবদার, আশা।
মা মানেই প্রকৃত ভালোবাসা।
মা মানেই মনে স্বপ্ন জাগানোর আশা।
মায়ের কাছ থেকেই শিখি অমৃত ভাষা।
যা সারা জীবন বলে বেড়ায়, তা আমাদের মাতৃভাষা।
মায়ের ভাষার নাইকো তুলনা।
মাতৃভাষা যেন মাতৃদুগ্ধ,
চিরকাল করে রাখে আমাদের মুগ্ধ।
একা হাতে মা, চারিদিক সামলায় বেশ।
মায়ের মহিমার নাইতো শেষ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...