Wednesday, February 23, 2022

পায়েল সাহা

মায়ের মহিমা

মা মানে প্রচুর ভালোবাসা।
মায়ের কাছেই অসংখ্য আবদার, আশা।
মা মানেই প্রকৃত ভালোবাসা।
মা মানেই মনে স্বপ্ন জাগানোর আশা।
মায়ের কাছ থেকেই শিখি অমৃত ভাষা।
যা সারা জীবন বলে বেড়ায়, তা আমাদের মাতৃভাষা।
মায়ের ভাষার নাইকো তুলনা।
মাতৃভাষা যেন মাতৃদুগ্ধ,
চিরকাল করে রাখে আমাদের মুগ্ধ।
একা হাতে মা, চারিদিক সামলায় বেশ।
মায়ের মহিমার নাইতো শেষ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...