Wednesday, February 23, 2022

রঞ্জিত দে

আশ্রয়
               
এখন ফাগুন মাস
পলাশের বনে আগুনের ফুলকি,
বসন্ত বাতাসে হিমেশ ছোঁয়া নেই।
পাহাড়ি উপত্যকায় রাবার বাগান
সবুজ অরন্য,ঝর্নার জল খলখল হাসে,
কৃষ্ণচূড়ার ডালে ডালে লাল আধারের খেলা
ভ্রমর গান গেয়ে চলে
আমের বনে অফুরান পুষ্প মুঞ্জরী 
গাছে গাছে পাখী ডাকে
নির্জন দুপুরে ঝিঁ ঝিঁ পোকার গান।
রাতের আঁধারে জোনাকি আলো,
পথ চলার সাথী,
আকাশে তারারা উঁকি মেরে দেখে,
বনের হরিণ শাবক ঘুমে কাতর।
আকাশে ঘোমটে আলোয়
পেঁচা উড়ে চলে
মুষিকেয়া ভীত হয়ে আশ্রয় খোঁজে,
শুধু মানুষ অসহায় যেন আশ্রয়হীন।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...