Wednesday, February 23, 2022

রাহুল শীল

বহুবর্ষজীবি     
              
আকাশের কোনো পা নেই দেখো
অথচ আমাদের আছে,
ওজন কমাতে পারি কিন্তু আকাশ পারে না।

সাংসারিক নদীর মতো মানুষ এপার ওপার করি
অথচ মাপতে পারিনি মেঘের ওজন!
ধনুকের মত বাঁকা চোখে এঁকে গেছি ছোট ছোট ঘর,
ঘর সাজাতে তুমি এনে দিয়েছো পারিবারিক মানচিত্র।

কখনো তাঁরা হয়ে আলো দেখায় পূর্বপুরুষ,
কখনো আগুন ধরিয়ে তাপ ছড়ায় কেউ কেউ,
এই তাপে উষ্ণ হয় আমাদের মধ্যরাতের ইতিহাস!

বহুবর্ষজীবী দেবদারু গাছের মতো পাশে থেকে 
 যে বৈচিত্র্য তুমি ঘুমের ঘোরে মিশিয়ে দাও রোজ,
সবুজ ঘাসের গায়ে ছড়িয়ে দাও তুহিন কণা,
একথা জেনে গেছি আমি।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...