Saturday, February 26, 2022

সম্পাদকীয়

জগৎ মায়াময়। মায়া ভিন্ন ঠিকে থাকা দায়। তবুও একদিন নির্মম কারণে সবকিছু ত্যাগ করতে হয়। হারাতে হয়। এটি এক শাশ্বত নিয়ম। যাঁরা চলে গেছেন খালি করে তাঁদের অন্তিম অভিবাদন। একযোগে চলে আপনাদের চলে যাওয়া আমাদের ক্ষতি হলো অপূরণীয়। সংগীত জগতেরও। আমাদের এই সংখ্যাটি আপনাদের স্মৃতিতে উৎসর্গ করা হলো। 

সংখ্যাটিকে যাঁরা লিখেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা। অনেকে লেখা পাঠিয়েছেন, যান্ত্রিক ত্রুটি ও ভুলভাবে মেইল করার জন্য আমরা লেখাগুলো নিতে পারিনি। এ আমাদের দূর্ভাগ্য। পরের সংখ্যা থেকে ঠিক হবে এসব, আশা করছি। সবাইকে ধন্যবাদ। নমস্কার!


শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
জয় দেবনাথ
ভারপ্রাপ্ত সম্পাদক
মনন স্রোত, ত্রিপুরা

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...