Wednesday, February 23, 2022

গৌতম মজুমদার


আহ্বান

ভোর হয়েছে,উঠনা এবার
চলনা সবাই মাঠে যাই,
চাষ দিয়ে আজ লাল মাটিতে
নিজের হাতে ফসল ফলাই ।

এইতো সময়, সময় মতো
চলনা সবাই লাঙল জুড়ি,
ঘাম ঝরিয়ে রক্ত মেখে
রৌদ্র তাপে দেহ পুড়ি ।

এই ফসলটা না ফলালে
সময় যে আর নেইকো হাতে,
ঠুকলে মাথা,করলে আক্ষেপ 
লাভ হবেনা অশ্রুপাতে।

এইতো সময়,সঠিক সময়
চলনা সবাই হাল ধরি,
বীজ বুনিয়ে ফিরবো ঘরে
ক্লান্ত দেহে ভর করি।

দেখবি যেদিন সোনার মাঠে
সোনার ফসল উঠবে দুলে,
আজকের দিনের এই ক্লান্তিটা
দেখবি সেদিন যাবি ভুলে।

তাইতো বলি, না ঘুমিয়ে
চলনা মাঠে করি চাষ,
সোনার ফসল ঘরে তুলেই
থাকবো সুখে বারো মাস।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...