Wednesday, February 23, 2022

সজীব কুমার পাল

অবহেলা


এক
পাথরের মূর্তিকে দিয়েছি প্রেম
ভেবেছিলাম সেও একদিন পদ্ম হবে, 
অথচ প্রেম পেয়ে সে হয়েছে আরও পাষাণ! 

দুই 
তুই আমাকে দেখ মেয়ে আমার চোখে চেয়ে
এই চোখে তুই ছাড়া নেই তো কোনো মেয়ে! 
একলা যখন থাকবি ভীষণ আমার আড়ালে
তখন আরও জড়িয়ে যাবি আমার মায়া জালে। 

তিন
তোমার ভেতরে প্রবেশ করেছি গোপনে
দেখতে চেয়েছি আমার স্থান কতটুকু। 
ক্লান্ত শ্রমজীবীর  মতো এসেছি হেরে
সেখানে পুষেছ অজস্র  পুরুষ । 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...