অবহেলা
এক
পাথরের মূর্তিকে দিয়েছি প্রেম
ভেবেছিলাম সেও একদিন পদ্ম হবে,
অথচ প্রেম পেয়ে সে হয়েছে আরও পাষাণ!
দুই
তুই আমাকে দেখ মেয়ে আমার চোখে চেয়ে
এই চোখে তুই ছাড়া নেই তো কোনো মেয়ে!
একলা যখন থাকবি ভীষণ আমার আড়ালে
তখন আরও জড়িয়ে যাবি আমার মায়া জালে।
তিন
তোমার ভেতরে প্রবেশ করেছি গোপনে
দেখতে চেয়েছি আমার স্থান কতটুকু।
ক্লান্ত শ্রমজীবীর মতো এসেছি হেরে
সেখানে পুষেছ অজস্র পুরুষ ।
No comments:
Post a Comment