Wednesday, February 23, 2022

আলমগীর কবীর

একুশে ফেব্রুয়ারি

 একুশ মানে মাতৃভাষা, বাংলাভাষার প্রাণ
একুশ মানে ভাষা আন্দোলন, বাংলার জয়গান। 

একুশ মানে মোদের ভাষা, শহীদ ভাইদের স্মরণ 
একুশ মানে শহীদ বিদ্রোহীদের, হয়না কভু মরণ।

একুশ মানে রক্তে রাঙ্গা, তাজা জবা ফুল 
একুশ মানে রক্তনদীর , নেইকো যাহার কূল। 

একুশ মানে বীর শহীদদের,  শ্রদ্ধা জানাই শত
তাদের জন্য চলবে কলম লিখবো অবিরত। 

একুশ তারিখ ভুলবনা ভাই, শহীদের বলিদান।
শহীদ সকল অমর রহে, জয় হোক মাতৃভাষার   মান।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...