একুশে ফেব্রুয়ারি
একুশ মানে মাতৃভাষা, বাংলাভাষার প্রাণ
একুশ মানে ভাষা আন্দোলন, বাংলার জয়গান।
একুশ মানে মোদের ভাষা, শহীদ ভাইদের স্মরণ
একুশ মানে শহীদ বিদ্রোহীদের, হয়না কভু মরণ।
একুশ মানে রক্তে রাঙ্গা, তাজা জবা ফুল
একুশ মানে রক্তনদীর , নেইকো যাহার কূল।
একুশ মানে বীর শহীদদের, শ্রদ্ধা জানাই শত
তাদের জন্য চলবে কলম লিখবো অবিরত।
একুশ তারিখ ভুলবনা ভাই, শহীদের বলিদান।
শহীদ সকল অমর রহে, জয় হোক মাতৃভাষার মান।
No comments:
Post a Comment