রোজ রাতে একটা প্রতিবিম্ব
গোপন প্রেমের আবদার জানায়
ছুঁতে গেলে সটাং সরে দাঁড়ায়
মুখে তার কামুক অবলম্ব।
প্রতিবিম্বের বুক জুড়ে আমার হাসি কান্না স্বপ্ন
নিরন্তর ভেসে বেড়ায়
স্বপ্নঘোরে বুক জুড়ায়
জেগে ওঠে সারাদিন তাকে নিয়ে মগ্ন।
জানি কোন দিন দেবেনা সে ধরা
তবু হাত চলে যায় তাকে ধরতে
বুকের মাঝে আপন করে নিতে
দু চোখের জলে ভাসে প্রতিবিম্বের আশকারা।
No comments:
Post a Comment