মানুষের বেশে অমানুষ
পৃথিবীর শ্রষ্ঠ জীব মানুষ।
ভগবান তাদের দিয়েছে,
বিশেষ জ্ঞান আর হূষ।
ঈশ্বর ও আজ খুব চিন্তিত,
মানুষের এমন অমানুষিক কাজে
খুবই ব্যাথিত।
দেখতে শুনতে যেন এরাও মানুষ।
কাজে কর্মে পরিচয় দেয়,
আসলে তারা যে অমানুষ।
মানুষত্বের ধর্ম ভূলে এরা,
হিংসায় মত্ত!
ধর্মের নামে করে চলে মারামারি
খুনাখুনা,
আর.....
সর্বদা মনে থাকে ক্ষমতা লাভের আসক্ত!
ধর্মকে করিয়া আশ্রয়,
অমানুষরা করে কত অসামাজিক কাজ।
ধর্মের পোশাক পরে ওরা,
লুকিয়ে রাখে ওরা অধর্মের রাজ।
বেশভূষা চলাফেরা কথা বলা,
মানুষের মত হলে ও এরা,
আসলে মানুষ তো নয়।
মনুষ্যত্ব আর মানবিকতা ই যে,
আসল মানুষের পরিচয় হয়।।
মানুষ হয়ে জন্মেছি মানুষের ই ঘরে,
করব মানুষের জন্য কাজ।
মরন ও যেন হয় মানুষেরই তরে।
মানব ধর্মই শ্রষ্ঠ ধর্ম,
ভূলিলে চলিবেনা ভাই।
অমানুষিকতার পশুকে বিসর্জন করে,
মানুষের সুখ দঃখে কাঁধে কাঁধ মিলিয়ে
No comments:
Post a Comment