Wednesday, February 23, 2022

শর্মিষ্ঠা ঘোষ

নাক্ষত্রিক

তোমার কাছে যত জীবনঋণ—
বলেছিলে, বৃথা এই আঁচড় কামড় বাস
ছলনার ধূ ধূ হাহাকার 
 ক্যানভাসে জলদাগ
গোপনীয়ত্বে পলাশ তিলের যত নটঘট।
দাবীত্যাগে প্রাপ্তি সারি সারি 
ছেড়ে যায় পুরনো পথ 
পুরনো লেখাজোকা, নদীর 
আবছাপ্রায় মাত্রাদাগ।
এখন চৈতন্য ঠাস 
ধ্যানের নির্জনতার কানায় কানায় 
মেঘমুক্ত নাক্ষত্রিক পরবাস।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...