নাক্ষত্রিক
তোমার কাছে যত জীবনঋণ—
বলেছিলে, বৃথা এই আঁচড় কামড় বাস
ছলনার ধূ ধূ হাহাকার
ক্যানভাসে জলদাগ
গোপনীয়ত্বে পলাশ তিলের যত নটঘট।
দাবীত্যাগে প্রাপ্তি সারি সারি
ছেড়ে যায় পুরনো পথ
পুরনো লেখাজোকা, নদীর
আবছাপ্রায় মাত্রাদাগ।
এখন চৈতন্য ঠাস
ধ্যানের নির্জনতার কানায় কানায়
মেঘমুক্ত নাক্ষত্রিক পরবাস।
No comments:
Post a Comment