Wednesday, February 23, 2022

দেবব্রত চক্রবর্তী

একুশে বাংলা

একুশে রক্ত স্নাত বদ্ধ-ভুমি
বাংলা আমার মাতৃভাষা
অধিকারে লড়তে জানি।

বাংলায় পড়তে জানি
বাংলায় লিখতে জানি
বাংলা রক্ত দিয়ে-
ব্যারিকেড ভাঙতে জানি।

ভয় নেই আর আমাদের
'রফিক, শফিউর, জব্বর-
সালাম, বরকত' নামের
বীর সন্তান বাংলা মায়ের।

বাংলা গর্ব মোদের
অধিকার ও অংকারে,
হে বীর শ্রদ্ধা জানাই
বাংলার শহীদ মিনারে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...