Wednesday, February 23, 2022

দেবব্রত চক্রবর্তী

একুশে বাংলা

একুশে রক্ত স্নাত বদ্ধ-ভুমি
বাংলা আমার মাতৃভাষা
অধিকারে লড়তে জানি।

বাংলায় পড়তে জানি
বাংলায় লিখতে জানি
বাংলা রক্ত দিয়ে-
ব্যারিকেড ভাঙতে জানি।

ভয় নেই আর আমাদের
'রফিক, শফিউর, জব্বর-
সালাম, বরকত' নামের
বীর সন্তান বাংলা মায়ের।

বাংলা গর্ব মোদের
অধিকার ও অংকারে,
হে বীর শ্রদ্ধা জানাই
বাংলার শহীদ মিনারে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...