সাহসী মন
দুঃখ যখন আঁকড়ে ধরে
ছিন্ন করে বুকের পাঁজর,
এই মনই বলে রাখ রে তবু সাহস।
কার কাছে বলবো মনের কথা
শুনে করবে তাই নিয়ে তামাশা।
চারিদিকে যখন গভীর অন্ধকার পথ নেই খোলা একটিও,
এই মনই বলে রাস্তা পাবি তুইও।
নিজের কথা বলে যায় সবাই যখন সুযোগ আসে অন্যের,
হয় না সময় তখন আর।
এই পৃথিবীতে সবাই ব্যস্ত
নিজেদের জীবন নিয়ে
নেই কেউ পাশে বসার,
নেই সান্ত্বনা দেওয়ার মানুষ।
জানো তবে মন কি বলে?
মন বলে, আমিই তোর বন্ধু,
আমিই তোর সব
আমি থাকতে দুঃখ তবে কেন আর!
তাই মনকেই করলাম বন্ধু
হলাম আমি একান্তই নিজের,
বাইরের কোনো বন্ধু নেই কো দরকার আর।
No comments:
Post a Comment