ভাষা হল
কতইনা রয়েছে
অজানা ভাষা
এই পৃথিবীতে,
কতইনা রয়েছে
না জানা শিল্প
এই পৃথিবীতে,
তবে বাংলার মত
এই অলংকার
আর নেই যে
দ্বিতীয়
এই গ্রহেতে ৷
আসলে যে ভাষা হল
রঙ আর তুলি,
যাই যে আঁকি
শুধু যে তাই শিখি ৷
No comments:
Post a Comment