Wednesday, February 23, 2022

পান্থ দাস

ভাষা হল

কতইনা রয়েছে
অজানা ভাষা
এই পৃথিবীতে,
কতইনা রয়েছে
না জানা শিল্প
এই পৃথিবীতে,
                তবে বাংলার মত
                এই অলংকার
                আর নেই যে
                দ্বিতীয়
                এই গ্রহেতে ৷

আসলে যে ভাষা হল
রঙ আর তুলি,
যাই যে আঁকি
শুধু যে তাই শিখি ৷

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...