Wednesday, February 23, 2022

লিটন শব্দকর

পাঁচিল


একটি ভোরে কাক ডাকেনি 
শামুক ভাঙাও হয়নি 
ওরা রোদ না পেয়ে 
ফিরে গেছে।

নারকীয় চোরাস্রোত বেয়ে ওঠে
ঘুম ভাঙা যাপনের পাঁচিল পর্যন্ত

আচ্ছন্ন করার মতো 
শাক ও মাছ
বরফের কুচি জমাট 
জানালার কাচ
ঘাম শুষে শুষে 
শুকনো হয়ে আছে

চেরাই চলছে 
বিবস্ত্র তারে মেলে দেওয়া রোদ

অনেক বাড়ি গুটিয়ে নিয়েছে ডহর
সহনশীলতার পরীক্ষা দেওয়ার পর।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...