Saturday, February 26, 2022
সম্পাদকীয়
Wednesday, February 23, 2022
সহিদুল ইসলাম
ঘন পল্লবে আবৃত এক বৃক্ষ ছায়ায়, হল মোর আশ্রয়,
মৃদু কালো তার স্নিগ্ধ ছায়া, ছড়ানো বিশাল ক্ষেত্রময়।
শির তোলে, উপর তাকালে, পাতা আর পাতা আহাহা হা,
শাখাপ্রশাখা, যায় না দেখা, রোদ্র নামার ক্ষমতা কাহা?
হটাৎ হটাৎ কখনো কোনো ঝর তুফান ছাড়া,
ভেঙে পড়ে তার ডাল পালা মোর দেহের উপর খাঁড়া।
পাতার ঝোপে যে জীর্ণ শাখা লুকানো কেইবা জানে?
আমি জানি শুধু আটকিয়ে তার শেকড়ের বন্ধনে।
কবে হতে দাঁতে কামড়িয়ে চলি শেকড় কাটার আশায়,
মুক্তি চাই এই আশ্রয় হতে, আত্মাও আমার মুক্তি চায়।
দিপিকা রায়
শর্মিষ্ঠা ঘোষ
দেবব্রত চক্রবর্তী
উর্মি সাহা
পায়েল সাহা
পান্থ দাস
গৌতম মজুমদার
মৌসুমী গোয়ালা
রাহুল শীল
মোহাজির হুসেইন চৌধুরী
মিঠুন দেবনাথ
সজীব কুমার পাল
লিটন শব্দকর
আলমগীর কবীর
দীপাঞ্জয় দেবরায়
অতনু রায় চৌধুরী
সুস্মিতা নুনিয়া
অনুপম রায়
একটি দীর্ঘশ্বাস
চঞ্চলতা ছেড়ে তিনটে রাত আমি নীরবে ভেবেছি শুধু। ঝিঁঝিঁ পোকার ডাক, কুকুরের চিৎকার, আগুনের ধোঁয়া আমায় দেশভাগের কথা মনে করিয়ে দেয় বারংবার। প্রচন্ড মনখারাপির রাতে অন্ধকারকে জড়িয়ে ধরে না দেখেও কেঁদে গেছি, শুধুমাত্র শান্তির জন্য । আমার মনে হয় প্রেমিক মানুষের মনখারাপির একমাত্র ঔষধ কান্না। কান্নার কোনো বিকল্প নাই। আমার প্রস্তাবে মনের জন্য কেঁদে ফেলাই উত্তম।
আমার এত কান্না, তবুও আমার প্রেমিকা আমায় বুঝবে না;আমি জানি। আমার প্রেমিকা কবে যে কঠোর ছিল ভুলে গেছি। আজকাল তিনি ভীষণ ক্ষেপে গেছেন। ক্ষেপে যাবেন না কেন? এই সময় অবশ্যই ক্ষেপে যাওয়ার। বাতাসে শান্তি নেই, শ্বাসে রাজনীতি নেই, জলে জীবন নেই, মাটির বুকে পায়ের পদচিহ্ন ছাড়া কিচ্ছু নেই। এসব চিন্তায় আমার ঘুম নেই, স্বভাবতই প্রেমিকার জন্য সময় নেই।
আপাতত এখন শীতকাল। বাইরে ঘরে চারিদিকে ঠান্ডা। ঠান্ডার দিনে কাশি আমায় পছন্দ করে। আমি তবুও ঠান্ডা জল খাই। বাবা প্রতিদিন বলেন গরমজল করে খা। আমি শুধু মাথাটা নিয়েই হ্যাঁ বলি । বাবার কথা শুনলাম কই! আমার মনে হয় আমি একটা অবাধ্য ছেলে। অবাধ্যতার কথা আমার প্রেমিকাও জানে। তবুও এতদিন আমি তাকে এত কঠোর হয়ে যেতে দেখিনি।আমার বুকের ভেতর পাথর থাকলেও কঠোরতা নেই। আমার প্রেমিকার বুকে আপাতত কঠোরতা আছে। সম্ভবত আমায় সে আর ভালোবাসবে না।
প্রিয় কবিতা,
আমায় তুমি ক্ষমা করে দিও। আমি তোমার জন্য কিচ্ছু লিখে যেতে পারলাম না।
রঞ্জিত দে
উর্মি সাহা
মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...
-
আজ আশ্বিনের শেষ কার্তিকের শুরু এই দিনটা বিশেষ ভাবে বিশেষ, বাংলার এ প্রান্ত থেকে ঐ প্রান্তে। জানি না বাংলার বাইরেও এইভাবে বিশেষ হয়ে উঠেছে কিন...
-
মূক ফেনীর মুখর পাঁচালি একটি বহুল প্রচারিত বাংলা প্রবাদ ‘ভাগের মা গঙ্গা পায়না’ ৷ প্রবাদটির মধ্য দিয়ে মায়ের অসহায়ত্বের যন্ত্রণাটিই ব্যক্ত হয়ে...