শ্রম শিশু
ভগবানের প্রণয় নিষ্পাপ অমূল্য ধন।
দরিদ্র ঘরে জন্ম অভাগা তবে দশ মাস গর্ভে থাকা মায়ের রতন।
মাতা পিতার স্বপ্ন তবে,
স্বপ্নগুলি আজ নিশ্চুপ,
দরিদ্রতার চাপে।
তারপর,
এরই চাপে কেটে যায় ১থেকে ৬বছর,
আজ সে বছর ৬ এর পাতায়।
দরিদ্রতার চাপে সে আজ পথ চলা শুরু করে রাস্তায়।
পথ চলা কালে সে এদিক ওদিক চায়।
দেখে,
হাজার শিশু তার মত আবার হাজার শিশু কাঁধে ব্যাগ বিদ্যালয়ে যায়।
তারই সমবয়সী একটি শিশু যখন।
তার সামনে দিয়ে যাওয়ার সময় মত্ত চকলেটের বায়নায়।
সে তখন মত্ত ৫ টাকা রোজগারের ভাবনায়।
সে তা শুনতে পাই, তারও চকলেট খাওয়ার ইচ্ছে জাগে।
কিন্ত ক্ষণিকের মধ্যেই পরিবর্তন করে তার এই ইচ্ছের শহর।
কারণ সে জানে চকলেট নয়।
বাড়িতে তার মাতা পিতা
দুটো ভাত এর অপেক্ষায় গুনছে প্রহর।
ব্যাস্ততার মাঝে মানুষ ছুটছে এদিক ওদিক।
একদিকে যখন শত শিশু ব্যস্ত ।
বিদ্যালয়ের আসা-যাওয়ায়।
ঠিক তখন অপরদিকে শ্রমিক শিশু লোহা পিটায়।
No comments:
Post a Comment