Wednesday, March 24, 2021

সংগীতা শীল

প্রেয়সী

সে এক অপরূপ তরুণী
যার স্বরে আমার হৃদয়ে ঢেউ তোলে,
স্রোতের মাঝে বিনা কারণে
হাসি লেগে থাকে ঠোঁটে।

যে পথে রাত্রি নামে
হাজার তারার জ্যোৎস্নায়
কখনো সোনালী রোদের ঝাঁকে
একগুচ্ছ বিষন্নতা নিয়ে
যন্ত্রনার আগুন নীলে
নানা মানুষের ভিড়ে
রাতের আধারে জোনাকি জ্বলে আর নেভে
সেই চার দেয়ালে বন্দি থাকে।

যে সবুজ নদীর বাঁকে ভাসেনি; নীলজলের পাহাড়ের চুড়া দেখেনি
শামুকের খোঁজে নোনাবালিতে হাঁটেনি,
তবুও স্বপ্নপুরীর মায়াজালে হারিয়ে যায়নি!
যখনই বসন্তের রঙ লেগেছে
দক্ষিণের জানলা খুলে
কথা বলে চাঁদের সাথে
মেঘেদের সাথে একলা দুপুর কাটে।

যদি ঝড় বয়ে যায় দুচোখ জুড়ে
ইঙ্গিত দিও!
কথা দিলাম,
কষ্ট তোমার কুড়িয়ে নেবো সব পরম আদরে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...