Wednesday, March 24, 2021

সুপর্না কর

আকাশ মাঝে 

 ঐ যে দেখো দূরে,
নীল আকাশের মাঝে।
চাঁদনি রাতে আলোর সুরে
লক্ষ তারা সাজে ।
আকাশ ভড়া কালো মেঘ
চলছে দোলে দোলে।
আকাশ মাঝে হাওয়ার বেগ
ভাসছে মেঘের কোলে।
আকাশমাঝে উড়ছে পাখি
বন্দী খাঁচা ছেড়ে ।
এরূপ দৃশ্যে সবার আঁখি,
খুশির জলে ভরে ।
আকাশমাঝে মেঘের ডাকে 
সূর্যি গেলো পাঠে ।
বসলো পাখি ঝাকে ঝাকে,
পদ্মা দিঘির ঘাটে।
পদ্মা দিঘির কালো জলে
পরলো চাঁদের আলো ।
আকাশমাঝে আলোর ছলে
পূর্ণিমা রাত এলো।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...