আকাশ মাঝে
ঐ যে দেখো দূরে,
নীল আকাশের মাঝে।
চাঁদনি রাতে আলোর সুরে
লক্ষ তারা সাজে ।
আকাশ ভড়া কালো মেঘ
চলছে দোলে দোলে।
আকাশ মাঝে হাওয়ার বেগ
ভাসছে মেঘের কোলে।
আকাশমাঝে উড়ছে পাখি
বন্দী খাঁচা ছেড়ে ।
এরূপ দৃশ্যে সবার আঁখি,
খুশির জলে ভরে ।
আকাশমাঝে মেঘের ডাকে
সূর্যি গেলো পাঠে ।
বসলো পাখি ঝাকে ঝাকে,
পদ্মা দিঘির ঘাটে।
পদ্মা দিঘির কালো জলে
পরলো চাঁদের আলো ।
আকাশমাঝে আলোর ছলে
পূর্ণিমা রাত এলো।
No comments:
Post a Comment