Wednesday, March 24, 2021

রূপন মজুমদার

জীবনের ধারাপাত 

দুচোখ খুলেই দেখি,,,
প্রলম্বিত হাহাকারের গুঞ্জন সম্মুখে!
নিত্যদিনের অভ্যাসগুলো ফেরি করে কিছু রঙ।

ফ্যাঁকাসে পোস্টারে ঢেকে রাখি নিজেদের লাশ।
রক্তমাখা পায়ে,পদরেণুর কাছে...
লিপিবদ্ধ হয় বেলাশেষে যত অভিযোগ।

মাঝ পথে দেখি,বাবার মতো কেউ,
হাতের তর্জনী ধরে হাঁটতে শেখায়,
লড়তে শেখায়,সূর্যটা দেখিয়ে বলে;
ওখানেই লুকিয়ে আছে জীবনের সব রঙ!

আর,  হাঁটতে হাঁটতে বলি হয় সেই জীবনের ধারাপাত।

কিন্তু জানা হয় না;
আরও কত যোজন পথ হেঁটে গেলে, 
বন্ধ হবে হৃদয়ের রক্তক্ষরণ!

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...