Wednesday, March 24, 2021

লিটন শব্দকর

ধুলোরঙ

এমনও ভেঙেচুরে বসন্ত আসে,
দুপেয়ে মাঠ, মায়াখেলার গলি।
সব ফোলা ফাঁপা মহল থেকে
ভেসে আসে বিকে যাওয়া মুখ-
হাসি ও সাজানো গানের কলি।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...