Wednesday, March 24, 2021

রামপ্রসাদ কুন্ডু

নারী তুমি পূজিত

তোমাকে ভালোবাসার নামে মনের কোণে স্থান দিয়েছিলাম তা অগ্রাহ্য করার সাহস 
তুমি কোথায় পেয়েছিলে? 
দিতে তো পারবে না কিছুই 
তবে কেন নিলেনা। 

বড় আশা করে বুকে সাহস নিয়ে 
তোমার হাতে দিয়েছিলাম ভালোবাসার লাল গোলাপ 
ফেরানো ঠিক হয়নি ভালোবাসার ফুল 
দেবীও অর্ঘ্য নিয়ে ফেরায়
দেয় মনের যত আশা, চাওয়া-পাওয়া 
তুমি তো নারী,
মানুষ এত কেন হিংসুক কেন? 
এত কেন বিভেদে সমাজে? 
কোথায় যাই এত মান-অভিমান
 যখন হও লাঞ্চিত..... 
 তবুও হে নারী তুমি পূজিত, ভালোবাসার। 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...