মনে পড়বে আমায়
অজানা ভিড়ে পিপাসার্ত কন্ঠ যখন,
তপ্ত হবে রোদের শিখায়
ওই তীব্র রোদে
কখনো পড়বে মনে আমায়?
বইমেলায় হারিয়ে যাওয়া
বইয়ের পাতায় খুঁজে বেড়াবে
আমায় যেদিন,
মনের গহীনে আঘাতগুলো
ভিজিয়ে দেবে তোমার চোখের পত্রখানি ।
মাটির স্পর্শে একবিন্দু জলে
পাগল হয়ে করবে এলোমেলো,
তবু আমার আমিটা যে
হারিয়ে যাবে।
বন্দি ফ্রেমে স্মৃতির চিত্রপটে
আমায় অনুভব করবে।
পদতলে মূর্ছিত সবুজ ঘাসগুলো
উঁকি মেরে বলবে তোমায়,
"সঙ্গহীন বন্ধু করে
একা পথের সাথী হলে"।
তখন ওই মূর্ছিত ঘাসেই
অধীর হয়ে খুঁজবে আমায়।
বন্ধুত্বের সাক্ষী সন্ধ্যার এই জ্যোৎস্নায়,
একাকীত্বের চন্দ্রিমা ঘিরে
খসে যাওয়া একটা তারায়
আমার জন্য একদিন প্রার্থনা করবে।
এপার ওপার আমার কন্ঠ,
স্মৃতি হয়ে বাজবে তোমার কর্ণে।
ঠোঁটের কোণে ওই হাসিটা
ভিজবে তোমার চোখের জলে।
তখন হয়তো ঠিক মনে পড়বে,
পড়বে মনে হারিয়ে যাওয়া বন্ধুগুলোকে।
No comments:
Post a Comment