Wednesday, March 24, 2021

প্রসেনজিৎ দে

প্রেমের গল্প ও তুমি

স্ট্রেংথ অ্যাঙ্গেল আঁকার মতো 
তোমার বর্ণনা করা সহজ হলে, 
আমি সম্মানিত হতাম প্রথম পুরষ্কারে। 
পশ্চাদভিমুখে গুছিয়ে রাখা চুলের
অভিমুখে, গাল জড়িয়ে ধৃষ্টতা দেখায় জুলপি।
চোখ বুঝলেই সন্ধ্যা নামবে, আলোই থাক।
একবুক কালো আকাশে তারা যেমন উঠে, 
তেমনি তোমার হাসিতে ঝরে পড়ে মুক্ত। 

অনন্ত অমলিন পদচিহ্ন জুড়ে উঠোন
তোমার আলতা গড়া পায়ের, আর 
নূপুরের ছন্দে গুঞ্জিয়মান সারাটা বাড়ি। 

তুমি ঘুমিয়ে গেলে অবচেতন মনে
এলোমেলো চুল সরিয়ে দেয়,
মেহেন্দির গন্ধে লেপে থাকা হাত। 

আর এভাবেই স্পষ্ট হয়ে উঠে
দিনের প্রতিটা সূর্য;
নতুন প্রেমের গল্প নিয়ে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...