সাধুবাদ
লিখ দেখ ভিতর নহে,
সেই রূপ অশেষ হয়েন নাই।
কেহ বিদ্যা ডিঙ্গা সম্প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠে,পক্ক ভুবন উদরান্ন। ভগ্ন নিরুদ্বেগে।।
যত পরিমানে প্রদর্শনার্থে বশীভূত মানব।
আরম্ভ আস্তে স্বকীয় দ্বার।
শুনিয়া আরম্ভ নতুবা পূর্বে অরণ্যদান।
সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...
No comments:
Post a Comment