কেমন মনে হয়
অনেক দিন পর
আমাদের কথা হয়,
আগে রোজ চ্যাট করতাম
অনেক গভীরতম কথা শেয়ার
করা দুজনের স্বাভাবিক ছিল।
এখন আর আগের মতো
কথা হয় না, শুধু
একে অপরের স্ট্যাটাস দেখি।
সেদিন কেমন আছ?
জিজ্ঞাসা করতেই-
উত্তর ভেসে আসে,
“কেমন মনে হয়..."
কিছুক্ষণ নীরবতা পালন করি
তারপর অভিমানী উত্তর দিলাম,
দেখে তো মনে হয় খুব সুখী এবং...
কিছু কথা বলার ছিল, কিন্তু বলিনি
আবার অফ লাইন দুজনে।
No comments:
Post a Comment