Wednesday, March 24, 2021

সৈকত মজুমদার

কেমন মনে হয়

অনেক দিন পর
আমাদের কথা হয়,
আগে রোজ চ্যাট করতাম
অনেক গভীরতম কথা শেয়ার  
করা দুজনের স্বাভাবিক ছিল। 
এখন আর আগের মতো 
কথা হয় না, শুধু 
একে অপরের স্ট্যাটাস দেখি। 

সেদিন কেমন আছ?
জিজ্ঞাসা করতেই-  
উত্তর ভেসে আসে,
“কেমন মনে হয়..."

কিছুক্ষণ নীরবতা পালন করি
তারপর অভিমানী উত্তর দিলাম,
দেখে তো মনে হয় খুব সুখী এবং...

কিছু কথা বলার ছিল, কিন্তু বলিনি
আবার অফ লাইন দুজনে। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...