Wednesday, March 24, 2021

নীলাঞ্জনা দেবনাথ

কবিতা

আমি তোমায় ভালোবাসি 
প্রথম প্রেমিকের মতো 
যে মিশে যায় হৃদয়ের অনুভূতির সাথে
রক্তের স্রোতে--

আমি তোমায় ভালোবাসি 
পাখির ডানার মতো
যা তাকে উড়িয়ে নিয়ে দূরে, বহুদূরে

আমি তোমায় ভালোবাসি 
কৃষকের লাঙলের মতো
যাকে ঘিরে তারা স্বপ্ন দেখে নবান্নের

আমি তোমায় ভালোবাসি 
বেকারের চাকরির প্রতিক্ষার মতো
যার কোনো অন্ত নেই, 

আমায় ঘিরে আছো 
পাহাড়ের গায়ে সন্ধ্যের মিশে যাওয়ার মতো
দিগন্ত রেখায় সূর্যের বিলীন হওয়ার মতো।

তোমাতে ডুবে বাঁচতে যাই হাজার বার মরে গিয়েও
তোমায় আমি ভালোবাসি কবিতা... 
তোমায় আমি ভালোবাসি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...