বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
ফাগুনের মৃদুমন্দ হাওয়ায়
বসন্ত এসে গেছে ।
কোকিলের কুহু কুহু কন্ঠস্বরে
বসন্ত এসে গেছে
কৃষ্ণচূড়ার লাল রং জানান দিয়েছে
বসন্ত এসে গেছে ।
কিন্তু আজ ও আমি
আমার বসন্তের অপেক্ষায়।
অপেক্ষা আমার প্রাণের সখার,
আজও এই বসন্তে আমি,
বিরহ বেদনা অনুভব করি।
তবুও বলছি বসন্ত এসে গেছে।
এসে গেছে , এসে গেছে,
প্রেমের ঋতু বসন্ত।
এসে গেছে,এসে গেছে,
বসন্ত এসে গেছে ।
No comments:
Post a Comment