Wednesday, March 24, 2021

প্রসেনজিৎ সাহা

বসন্ত এসে গেছে 

বসন্ত এসে গেছে 
ফাগুনের মৃদুমন্দ হাওয়ায় 
বসন্ত এসে গেছে ।
কোকিলের কুহু কুহু কন্ঠস্বরে 
বসন্ত এসে গেছে 
কৃষ্ণচূড়ার লাল রং জানান দিয়েছে 
বসন্ত এসে গেছে ।
কিন্তু আজ ও আমি 
আমার বসন্তের অপেক্ষায়।
অপেক্ষা আমার প্রাণের সখার,
আজ‌ও এই বসন্তে আমি,
বিরহ বেদনা অনুভব করি।
তবুও বলছি বসন্ত এসে গেছে।
এসে গেছে , এসে গেছে,
প্রেমের ঋতু বসন্ত।
এসে গেছে,এসে গেছে,
বসন্ত এসে গেছে ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...