Wednesday, March 24, 2021

অভীককুমার দে

নোয়াখালি কবিতা
'হঁত খোঁজে অন'

হুগের টিলার বাসন্তীর হুত 
যেদিন চাকরি হাইছে
আঁইসতে আঁইসতেই কান্দি দিছে
ছোডঅ হোলার মতঅ,

ক্ষত হঁচি হোক ঝৈত্যো 
মাইনষে দেইখছে--
ওষুদঅ আইনতো হারেনঅ 
টেঁয়াল্লাই...

মা বাপ থুই 
কোনোমুই যাইতো না যে হোলা
হে হোলা, আকাশের কাছে 
হঁত খোঁজে অন !

বাড়ি চিনে না
নিজে নিজে কতা কয়--
'কার চাকরি কনে নিচে
আন্ডারে ত ভাসাই দিছে !'

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...