Wednesday, March 24, 2021

অভীককুমার দে

নোয়াখালি কবিতা
'হঁত খোঁজে অন'

হুগের টিলার বাসন্তীর হুত 
যেদিন চাকরি হাইছে
আঁইসতে আঁইসতেই কান্দি দিছে
ছোডঅ হোলার মতঅ,

ক্ষত হঁচি হোক ঝৈত্যো 
মাইনষে দেইখছে--
ওষুদঅ আইনতো হারেনঅ 
টেঁয়াল্লাই...

মা বাপ থুই 
কোনোমুই যাইতো না যে হোলা
হে হোলা, আকাশের কাছে 
হঁত খোঁজে অন !

বাড়ি চিনে না
নিজে নিজে কতা কয়--
'কার চাকরি কনে নিচে
আন্ডারে ত ভাসাই দিছে !'

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...