Wednesday, March 24, 2021

আলমগীর কবীর

ভালবাসি বাবা 

বাবা, এমন একটা শব্দ,
যে শব্দটার সাথে পৃথিবীর প্রত্যেকটা সন্তানের
একটা গভীর সম্পর্ক থাকে।
হয়তো অনেকের এই সম্পর্কটা
মধুর থেকে মধুরতম হয়ে থাকে।
আবার অনেকে এই সম্পর্কটার কথা ভুলে যায়! 
পৃথিবীর সকল সন্তানদের প্রতিই 
পিতা মাতার অবদান থাকে।
যা, কিছু সংখ্যক সন্তান লোভে পরে ভুলে যায়। 
একদিন ঠিক সেই সন্তানগুলোর 
এ সবকিছুই মনে পড়ে! 
কিন্তুু তখন আর কোনো কাজে আসেনা।
থাকেনা সেই মনে পড়ার কোনো গুরুত্ব।
হারিয়ে যায় যখন সে পিতা মাতা! 
তার সাথে সেইসব দুর্ভাগ্য সন্তানদের 
অনেক সুযোগও হারিয়ে যায়। 
পরে থাকে শুধু বাবা মায়েরই দিয়ে যাওয়া সব অবদান।
ভুলে যায় শুধু সে নাফরমান সন্তানগুলো।
যখন বুঝার আর কোনো মানেই থাকেনা,
তখন বুঝতে পারা যেন "ওলো বনে মুক্তা ছড়ানো"!

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...